প্রাণের ৭১

তারকা ক্রীড়া সংঘ শিক্ষান্নোয়ন বৃত্তি পরীক্ষা সম্পন্ন

রেদোয়ান জনি: মিরসরাইয়ের করেরহাটে অলিনগর এলাকায় তারকা ক্রীড়া সংঘের ২য় তম শিক্ষান্নোয়ন মেধা বৃত্তি পরীক্ষা ২০১৮ সম্পন্ন হয়েছে। (১৪ ডিসেম্বর) শুক্রবার সকাল ১০ ঘটিকায় মিরসরাই এবং ছাগলনাইয়া উপজেলার মোট ২৫ টি প্রতিষ্ঠানের প্রায় পাঁচশত শিক্ষার্থীর অংশগ্রহণে অলিনগর এল.বি আর্দশ উচ্চ বিদ্যালয়ে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ম শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী অংশ নেন উক্ত পরীক্ষায়।
এসময় পরীক্ষার হল পরিদর্শনে উপস্থিত ছিলেন মেধাবৃত্তি কমিটির সফল পরীক্ষা নিয়ন্ত্রক খোরশেদ আলম, প্রধান আহবায়ক বিশিষ্ট সমাজ সেবক হেলাল উদ্দিন চৌধুরী, মেধাবৃত্তি প্রধান পরিচালক হিসেবে দ্বায়িত্ব পালন ও মেধাবৃত্তির সভাপতি হিসেবে মোঃ ফিরোজ আহমেদ, কেন্দ্র সচিব হিসেবে দ্বায়িত্ব পালন করছেন ছত্তরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোঃ শাহজাহান, উপস্থিত ছিলেন তারকা ক্রীড়া সংঘের প্রাক্তন সভাপতি ও বর্তমান পরিচালক মিরাজ উদ্দিন মিরাজ, স্বনামধন্য সামাজিক ব্যক্তি রিপন দাস আরো উপস্থিত ছিলেন মোঃ নজরুল ইসলাম, বিমল কান্তি কর্মকার, রতন চৌধুরী,মোঃ মোশারফ হোসেন, মোঃ নুর আলম, মেঝবা উদ্দিন, কমল , লাভলু কুমার দাস, ইকবাল হোসেন রাফি, মোঃ সৈকত, মোঃ রহিম, মোঃ জাহেদ মোঃ সবুজ এছাড়া তারকা ক্রীড়া সংঘের সকল সদস্যবৃন্দ।
সকলের প্রাণবন্ত সুন্দর প্রয়াসে একটি সুন্দর মেধাবৃত্তি পরীক্ষার শেষ করায় সবাইকে ধন্যবাদ জানান তারকা সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ।



« (পূর্বের সংবাদ)



মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*