প্রধানমন্ত্রী বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকেট অবমুক্ত করলেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৪৮তম বিজয় দিবস উপলক্ষে আজ স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম এবং ডাটা কার্ড অবমুক্ত করেছেন।
প্রধানমন্ত্রী বিকেলে তাঁর সরকারি বাসভবন গণভবনে ১০টাকার মূল্যমানের স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম এবং পাঁচ টাকা মূল্যমানের ডাটা কার্ড অবমুক্ত করেন।
অনুষ্ঠানে একটি বিশেষ সীল মোহর ব্যবহার করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদার ও ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডল।
স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম এবং ডাটা কার্ড ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরোতে আজ থেকে পাওয়া যাচ্ছে, এছাড়াও সারাদেশের প্রধান প্রধান ডাকঘরগুলোতেও পাওয়া যাবে।
খামের উপরে এই বিশেষ সীল মোহর ব্যবহার করার জন্য চারটি জিপিওতেও ব্যবস্থা রয়েছে।
« বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) হামলার প্রতিবাদে লতিফ সিদ্দিকীর অবস্থান ধর্মঘট »