প্রাণের ৭১

বরিশালে জামায়াত-বিএনপির ১২ নেতা-কর্মী আটক

বরিশালে জামায়াত-বিএনপিসহ ও এর অঙ্গ সংগঠনের ১২ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তবে আটক সবার নাম পাওয়া যায়নি।

সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক নেতা-কর্মীরা হলেন- বরিশাল পূর্ব জেলা জামায়াত নেতা সাইফুর রহমান, শাহ আলম জমাদ্দার, হুমায়ুন কবির, রাকিব হোসেন তালুকদার, ফিরোজ আলম মামুন, মোজাম্মেল হক, আজিজুর রহমান ও রহমান আকন।

বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের সহকারি কমিশনার মো. রাসেল জানান, সোমবার রাতে শহরের সিঅ্যান্ডবি রোডের ফরাজী ওয়ার্কশপ এলাকার একটি বাসা থেকে আটজন জামায়াতের নেতা-কর্মীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বই, লিফলেট ও দাওয়াতপত্র উদ্ধার করা হয়। এছাড়া যেখান থেকে তাদের আটক করা হয়েছে সেখানে তারা নির্বাচন বানচালের জন্য সভা করছিলেন।  

এদিকে বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানা এলাকা থেকেও দু’জন জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। এছাড়া এয়ারপোর্ট থানা পুলিশও দু’জনকে আটক করেছে বলে জানা গেছে।

তবে বরিশাল মহানগর বিএনপির সহ সম্পাদক আনোয়ারুল হক তারিণ দাবি করেন, বিএনপি-জামায়াত মিলিয়ে বরিশাল মহানগরে ১৫ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে এই ধরপাকড় করছে পুলিশ।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*