প্রাণের ৭১

পাখির ছানা ধরতে গিয়ে সাপের ছোবলে স্কুলছাত্রের মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে মাছরাঙ্গা পাখির ছানা ধরতে গিয়ে মাটির গর্তে হাত দেয় এক স্কুলছাত্র। এ সময় বিষধর সাপের ছোবলে ওই স্কুলছাত্রের মৃত্যু হয়।

নিহত আতিকুর সরদার (১২) উপজেলার ডাসার এলাকার দক্ষিণ ডাসার গ্রামের সিরাজ সরদারের ছেলে ও ডিকে আইডিয়াল স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

শনিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ওই দিন সকালে বাড়ির পাশে পুকুর পাড়ে এঘটনা ঘটে।

এলাকা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত আতিকুর সরদার সন্ধ্যার দিকে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে মাছরাঙ্গা পাখির ছানা ধরার জন্য মাটির গর্তে হাত দেয়। এ সময় গর্তে থাকা একটি বিষধর সাপ তার হাতের ওপর ছোবল মারে। এতে করে সে সঙ্গে সঙ্গে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

এরপর প্রথমে তাকে চিকিৎসকদের কাছে না নিয়ে স্থানীয় কবিরাজ দিয়ে ঝাড়-ফুঁক দিয়ে চিকিৎসা করানো হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাতে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা সিরাজ সরদার বলেন, আমার ছেলেকে সাপে কাটায় তার মৃত্যু হয়েছে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*