প্রাণের ৭১

নিজ এলাকায় হারলেন ফখরুল, জিতলেন বগুড়ায়

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের এলাকা ঠাকুরগাঁওয়ে হেরে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে বগুড়া-৬ আসনে জয়ী হয়েছেন তিনি।

ঠাকুরগাঁও-১ আসনের ১৭৫টি কেন্দ্র্রের সব কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।

ঘোষিত ফল অনুযায়ী আওয়ামী লীগের রমেশ চন্দ্র সেন ২ লাখ ২৪ হাজার ৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৯০৯ ভোট।

এদিকে বগুড়া-৬ সংসদীয় আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৫ হাজার ৯৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী নুরুল ইসলাম ওমর পেয়েছেন ৩৯ হাজার ৯৬১ ভোট।

এর আগে রবিবার সকাল ৮টা থেকে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনী সহিংসতায় সারাদেশে ১৬ জন নিহতের খবর পাওয়া গেছে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*