আ.লীগের বিজয়ের কারণ জানালেন পূর্তমন্ত্রী
আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মসূচির প্রতি জনগণের আস্থাই নির্বাচনে আওয়ামী লীগকে বিপুলভাবে বিজয়ী করেছে বলে মনে করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন।
বুধবার মন্ত্রণালয়ে তার দপ্তরে সাংবাদিকদের সাথে নির্বাচন-পরবর্তী মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ী হওয়ার কারণ জানিয়ে মন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কর্মসূচির প্রতি জনগণের আস্থাই নির্বাচনে আওয়ামী লীগকে বিপুলভাবে বিজয়ী করেছে। সরকারের উন্নয়ন কর্মসূচির সুফল তৃণমূল পর্যায়ের জনগণের কাছে পৌঁছে গেছে।
তিনি বলেন, বিভিন্ন প্রকার সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ সুবিধা পাচ্ছেন। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষা ভাতাসহ নানা কর্মসূচির সুফল জনগণ ভোগ করছে। এতে তাদের জীবযাত্রার মানোন্নয়ন ঘটেছে। এ ছাড়াও বর্তমান মেয়াদে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি এখন দৃশ্যমান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ দেশের উন্নয়নের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে।
বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বিষয়ে মন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে শপথ নেওয়াটাই সমীচিন। তা না হলে জনগণের রায়ের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা হবে। সংখ্যায় একটি দল জাতীয় সংসদে যতই কম হোক না কেন, সেখানে জনগণের পক্ষে জোরালোভাবে তারা কথা বলতে পারবে।
এ সময় মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।