প্রাণের ৭১

এবার কালবৈশাখীর তাণ্ডব বেড়ে যাওয়ার আশঙ্কা

বৈশাখ শুরু হতে এখনো সপ্তাহ দেড়েক বাকি। তার আগেই বাড়তে শুরু করেছে দেশের তাপমাত্রা। সেই সঙ্গে যোগ হয়েছে শিলাবৃষ্টি-বজ্রপাত। দেশের অধিকাংশ অঞ্চলে কালবৈশাখী ঝড় বইতে শুরু করেছে। তবে এবার কালবৈশাখী মোকাবিলায় আগাম সতর্কতা অবলম্বনের কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

গত শুক্রবার (৩০ মার্চ) বিকেলে সারা দেশে বয়ে যাওয়া কাল বৈশাখীর তাণ্ডবে এমন আশঙ্কা প্রকাশ করছেন আবহাওয়া অধিদফতর।

এবারের কাল বৈশাখী নিয়ে সতর্ক থাকতে বলেছে আবহাওয়া অধিদফতর। কারণ অন্য বছরের চেয়ে এবার অধিক শিলাবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।

আগামী তিন মাসের পূর্বাভাসে এমন কথা উল্লেখ করে ঝড়ের সময় খোলা স্থানে না থেকে নিরাপদ আশ্রয়ে থাকতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অফিস জানিয়েছে, এপ্রিল থেকে মে মাস কালবৈশাখীর মৌসুম। এই সময়ের মধ্যে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হয়ে থাকে।

এতে এবার অন্য বছরের চেয়ে অধিক পরিমাণ শিলাবৃষ্টি ও বজ্রসহ ঝড়ের আশঙ্কা রয়েছে।

প্রকৃতির এমন বিরূপ আচরণের কারণ হিসেবে তাপমাত্রার অস্বাভাবিক তারতম্যই দায়ী বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

এ ছাড়া চলতি মাসে ও মে মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এর মধ্যে অন্তত একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।



(পরবর্তি সংবাদ) »



মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*