প্রাণের ৭১

সীতাকুণ্ডে দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো একজন। নিহত যুবকের নাম মিজানুর রহমান (৩০)। তিনি উপজেলার মাদামবিবির হাটস্থ খায়রুজ্জামান কেরানী বাড়ির আবুল মুনসুরের পুত্র। আহত মোহাম্মদ নবী (৫০) তুলাতলী এলাকার মির্জানগর গ্রামের মৃত হাজী ইব্রাহিমের পুত্র। তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুর ১২টার দিকে মোটর সাইকেল যোগে যাওয়ার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী এলাকায় একটি কন্টেনারবাহী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মিজানুর রহমান মারা যান। আহত হন আরো একজন। বারআউলিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়িটি আটক করে। বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে থানার ওসি আহসান হাবীব বলেন, বেলা পৌনে ১২টার দিকে ভাটিয়ারী শহিদ মিনারের সামনে দ্রুতগামী কাভার্ডভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহী মিজানুর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে।



« (পূর্বের সংবাদ)



মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*