প্রাণের ৭১

অবশেষে জার্মান সাংবাদিককে মুক্তি দিল ভেনিজুয়েলা

অবশেষে আটকের চার মাস পর জার্মান সাংবাদিক বিলি সিক্সকে ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে মুক্তি দেয়া হয়েছে। দেশটির গোয়েন্দা সংস্থার সদস্যরা চারমাস আগে তাকে গ্রেফতার করেছিল। একটি এনজিও এ তথ্য জানায়। খবর এএফপি’র।

ইস্পাসিও পাবলিকো নামের নিরপেক্ষ এ এনজিও আরো জানায়, ভেনিজুয়েলার দক্ষিণাঞ্চলীয় ফ্যালকন রাজ্যে ‘খুব কাছ থেকে’ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি তোলার অভিযোগে সিক্সকে গ্রেফতার করা হয়।

জার্মান দূতাবাস জানায়, সিক্স গত ডিসেম্বরে অনশন ধর্মঘট শুরু করে। এর আগে বিচারাধীন এ মামলার ব্যাপারে চালানো কূটনৈতিক প্রচেষ্টা বন্ধ করে দেয়া হয়।

পরে প্রকাশ করা এক চিঠিতে তিনি দাবি করেন তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ এবং গত অক্টোবরের শেষের দিকে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ার পর হাসপাতালের রির্পোটও দেয়া হয়নি।

 

এ জার্মান সাংবাদিক মাদক ও মানব পাচার বিষয়ে অনুসন্ধান প্রতিবেদন তৈরী করতে ভেনিজুয়েলায় আসেন।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*