চীনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা ৬২ ছাড়িয়েছে
চীনের পূর্বাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা ৬২ ছাড়িয়েছে। গুরুতর আহত হয়েছেন শতাধিক ব্যক্তি। তাদের মধ্যে ৯০ জনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার চীনের সরকারি বার্তাসংস্থা জানায়, এখনও ২৮ জন নিখোঁজ রয়েছেন। নিহতের সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে মাত্র ২৬ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।
গত বৃহস্পতিবার ইয়ানচেং শহরের তিয়ানজিয়াই রাসায়নিক কারখানায় এ বিস্ফোরণ ঘটে। এটি সাম্প্রতিক সময়ে চীনের সবচেয়ে বড় ধরনের শিল্প দুর্ঘটনা।
ফের বিস্ফোরণের আশংকায় আশেপাশে বসবাসরত প্রায় এক হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
শহর সরকার এক বিবৃতিতে বলেছে, আহতদের চিকিৎসায় ১৬টি হাসপাতালে সাড়ে ৩ হাজার চিকিৎসক কাজ করছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক। বিস্ফোরণের কারণ উদঘাটনে তদন্ত চলছে।
২০১৫ সালে বন্দর নগরী তিয়ানজিনে রাসায়নিক গুদামে বিস্ফোরণে ১৭৩ জন নিহত হন। এদের মধ্যে অধিকাংশই দমকলকর্মী ও পুলিশ কর্মকর্তা।