প্রাণের ৭১

সিরিয়া থেকে ৫০ টন সোনা নিয়ে গেছে মার্কিন সেনারা

সিরিয়া থেকে ৫০ টনের বেশি সোনা যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে মার্কিন সেনারা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে সে তথ্য উঠে এসেছে। সিরিয়ার সঙ্কট ফলাও করে তুলে ধরার গণমাধ্যম ডেইলি সাবাহ এক প্রতিবেদনে জানিয়েছে, ইসলামিক স্টেট (আইএস) মুক্ত করার পর ওই সব এলাকা থেকে অন্তত ৫০ টন সোনা লুট করে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে মার্কিন সেনারা।

প্রতিবেদনে আরো বলা হয়, সব চেয়ে বেশি সোনা পাচার করা হয়েছে দার এ যোহর এলাকা থেকে। প্রাথমিকভাবে ওইসব সোনা মার্কিন সেনাদের ঘাঁটি কবানিতে পাঠানো হয়।

এদিকে একাধিক প্রতিবেদনে বলা হয়, ইরাকের মসুল শহর থেকে জঙ্গিদের কাছ থেকে ৪০ টন সোনা জব্দ করে পাচার করেছে মার্কিন সেনারা। স্থানীয়রাও বলছেন, জঙ্গিদের কাছ থেকে মার্কিন সেনারা বিপুল পরিমাণ সোনা জব্দ করে পাচার করেছেন। স্বর্ণগুলো বড় বড় বাক্সে করে অন্যত্র নিয়ে যেতে দেখেছেন তারা।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*