প্রাণের ৭১

আইপিএল: কলকাতার কাছে হারলো সাকিবের সানরাইজার্স

বাংলাদেশের টেস্ট ও টি২০ অধিনায়ক সাকিব আল হাসানের জন্মদিনটা রাঙাতে পারেনি আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদ।

রবিবার নিজেদের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে ৬ উইকেটের ব্যবধানে হেরেছে সানরাইজার্স।

কলকাতার ইডেন গার্ডেনে টস হেরে আগে ব্যাট করতে নামে সানরাইজার্স। এদিন ম্যাচ শুরুর আগে ঐতিহাসিক ‘ফাইভ মিনিট বেল’ বাজান সাকিব।

ব্যাট হাতে দুর্দান্তভাবে প্রত্যাবার্তন হয় ওপেনার ডেভিড ওয়ার্নারের। তার ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে হায়দরাবাদ।

ওয়ার্নার ৫৩ বলে ৩টি ছক্কা ও ৯টি চারের সাহায্যে ৮৫ রান করেন। এছাড়া ভিজয় শংকর ২৪ বলে ২টি ছক্কা ও সমান চারে ৪০* এবং জনি বেয়ারস্টো ৩৫ বলে ১টি ছক্কা ও ৩টি চারে ৩৯ রান করেন।

প্রায় দেড় মাস পর মাঠে নামা সাকিব ব্যাট হাতে নিজের কারিশমা দেখানোর সুযোগ পাননি।

১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আন্দ্রে রাসেল এবং নিতিশ রানার দুর্দান্ত ব্যাটে ভর করে ২ বল বাকি থাকতেই জয় পায় শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স।

রাসেল ১৯ বলে ৪টি ছক্কা ও সমান চারে ৪৯*, নিতিশ রানা ৪৭ বলে ৩টি ছক্কা ও ৮টি চারে ৬৮, রবিন উথাপ্পা ২৭ বলে ৩৫ এবং শুভমন গিল ১০ বলে ২টি ছক্কায় ১৮* রান করেন।

সাকিব ৩.৪ ওভারে ৪২ রানের বিনিময়ে ১টি উইকেট লাভ করেন।



« (পূর্বের সংবাদ)



মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*