ছাত্রদল সভাপতি রাতভর ধর্ষন করলো প্রতিবন্ধী নারীকে।
সিলেটে প্রতিবন্ধি এক মহিলাকে রাতভর ধর্ষণ করেছেন ওয়ার্ড ছাত্রদলের সভাপতি।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত ১২টা থেকে ভোর পর্যন্ত আখালিয়ায় ৩০ বছরের এ বাক প্রতিবন্ধি মহিলাকে ধর্ষণ করেন ৯নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মানিকুর রহমান (খট্টা মানিক)।
ধর্ষিতার স্বামী জানান- দুই সন্তানের জননী বাক প্রতিবন্ধি তার স্ত্রীকে ৯নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি মানিক জোর করে ঘরে ডুকে রাত ১০ থেকে ১২টা পর্যন্ত ধর্ষণ করে।তখন তিনি বাইরে ছিলেন। বাসায় আসলে তার স্ত্রী থাকে ধর্ষনের কথা বলেন।পরে তিনি তার স্ত্রীকে ছবি দেখান ছবি দেখে মানিক কে শানাক্ত করেন ধর্ষিতা ।বিষয়টি জানাজানি হলে মানিক বিভিন্ন ভাবে মেনেজ করার চেষ্টাকরেন বলে জানান ধষিতার স্বামী ঝিনুক মিয়া। আজ শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষিতাকে ভর্তি করেন তিনি। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
এ ব্যাপারে এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা সিলেট প্রতিদিনকে জানান, আখালিয়ায় বাক প্রতিবন্ধিকে এক মহিলাকে ধর্ষণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ধর্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।