ফেনীর মাদ্রাসা ছাত্রীর অবস্থা গুরুতর
শরীরের ৮০ শতাংশ পুড়ে যাওয়া ফেনীর মাদ্রাসা ছাত্রীর অবস্থা গুরুতর বলে রবিবার চিকিৎসকরা জানিয়েছেন।
সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল গঠিত সাত সদস্যের মেডিকেল বোর্ড ছাত্রীটিকে পরীক্ষা করে দেখেছে।
ওই ছাত্রীর অভিযোগ, সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলা তাকে যৌন হয়রানি করেছেন। অধ্যক্ষকে ১৭ মার্চ গ্রেপ্তার এবং পরে সাময়িক বরখাস্ত করা হয়।
এ ঘটনায় শনিবার সকালে মাদ্রাসায় আলিম পরীক্ষা দিতে গেলে ওই ছাত্রীর গায়ে আগুন ধরিয়ে দেয়া হয়। এতে তীব্র ক্ষোভ দেখা দেয়ায় মাদ্রাসা ১৭ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। সেখানে শুধু আলিম পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি ছাত্রীর চিকিৎসার জন্য ২ লাখ টাকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, তারা মাদ্রাসাটি ঘিরে রেখেছেন।
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদের জন্য একজন শিক্ষক ও শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তবে শনিবারের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।