আদালত থেকে কারাগারে নেওয়ার সময় আসামি উধাও
চট্টগ্রামে আদালতের হাজতখানা থেকে কারাগারে নেওয়ার সময় অস্ত্র মামলার এক আসামি পালিয়ে গেছে। সোমবার (২ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম জেলা আদালত এলাকা থেকে ওই আসামি পালিয়ে যান। পুলিশ পরিদর্শক (আদালত) এইচ এম মশিউর রহমান ব এ তথ্য জানিয়ে বলেন, তাকে গ্রেফতারে অভিযান চলছে।
পলাতক আসামির নাম রশিদ মামুন (২২)। তাকে রবিবার (১ এপ্রিল) একনলা বন্দুকসহ গ্রেফতার করে জোরারগঞ্জ থানা পুলিশ।
মশিউর রহমান বলেন, ‘হাজতখানা থেকে কারাগারে নেওয়ার জন্য আসামিদের গাড়িতে তোলা হচ্ছি। এ সময় রশিদ মামুন পালিয়ে যায়। কীভাবে সে পালিয়ে গেলো, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কর্তব্য পালনে গাফলতির প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
পালানোর সময় আসামি মামুনের হাতে হ্যান্ডকাফ পরানো ছিল না বলেও জানান মশিউর রহমান। তিনি আরও বলেন, গ্রেফতারের পর অস্ত্র মামলার আসামি মামুনকে আজ (সোমবার) আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সেই অনুযায়ী তাকে অন্য আসামিদের সঙ্গে কারাগারে নেওয়া হচ্ছিল।