বিকেল ৫টা ২০ মিনিটে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে কলকাতার পথে রওনা দেন সাকিব। সেখান থেকে হায়দরাবাদের বিমান ধরার কথা বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিক ম্যানেজার কাওসার আজম সজীব করেছেন বিষয়টি, ‘সাকিব কলকাতা হয়ে হায়দরাবাদ যাবেন। বিকাল ৫টা ২০ মিনিটে ফ্লাইট।’ একই কথা জানিয়েছেন ওয়াসিম খান, ‘আজ (সোমবার) সন্ধ্যা ৫টা ২০ মিনিটের ফ্লাইটে সাকিব দেশ ছাড়বে।’
৭ এপ্রিল আইপিএল শুরু হলেও সানরাইজার্সের প্রথম ম্যাচ ৯ এপ্রিল, রাজস্থান রয়্যালসের বিপক্ষে। ম্যাচটি হবে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে। নতুন দলের জার্সিতে ঘরের মাঠে তাই অভিষেকের সম্ভাবনা বিশ্বসেরা অলরাউন্ডারের।
কলকাতা এ পর্যন্ত দুবার চ্যাম্পিয়ন হয়েছে আইপিএলে—২০১২ ও ২০১৪ সালে। দুটো শিরোপা জয়েই অবদান ছিল সাকিবের। প্রথমবার ৮ ম্যাচ খেলে খুব বেশি রান (৯১) করতে না পারলেও ১২টি মূল্যবান উইকেট নিয়েছিলেন তিনি। দুই বছর পর অবশ্য ব্যাটিং-বোলিং দুই বিভাগেই জ্বলে উঠেছিলেন, ১৩ ম্যাচে ২২৭ রান করার পাশাপাশি শিকার করেছিলেন ১১ উইকেট।
এবার নতুন চ্যালেঞ্জ নিয়ে আইপিএলে খেলতে গেছেন সাকিব। গত জানুয়ারিতে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আঙুলের ইনজুরিতে পড়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট আর টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি। শ্রীলঙ্কার নিদাহাস ট্রফিতেও শুরুতে ছিলেন না। পরে দলের সঙ্গে যোগ দিয়ে লিগ পর্বের শেষ ম্যাচ আর ফাইনালে খেলেছেন। কলম্বো থেকে দেশে ফেরার পর একটাই ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। সাকিবের প্রস্তুতির জন্যই গত বৃহস্পতিবার একটি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করেছিল বিসিবি। ওই ম্যাচে বোলিং ভালোই করেছেন টাইগারদের বহু জয়ের নায়ক, চার ওভারে মাত্র ১৮ রান দিয়ে উইকেট নিয়েছেন একটি। তবে ব্যাটিং ভালো হয়নি, ওপেনিংয়ে নেমে ১১ বলে ১৫ রান করে ফিরেছেন সাজঘরে। নতুন দলের জার্সিতে সাকিবের জ্বলে ওঠার প্রত্যাশাতে সারা বাংলাদেশ