বিচারের দাবিতে রাজপথে চলচ্চিত্র শিল্পীরা
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ও ডিরেক্টরস গিল্ডের পক্ষে শোবিজ তারকা ও সাধারণ মানুষ এক হয়ে নুসরাত জাহান রাফি হত্যার বিচারের দাবিতে রাজপথে নামে গতকাল। ১১ এপ্রিল রাতে চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে শোবিজ তারকাদের পাশাপাশি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয় ১৩ এপ্রিল সকাল ১১টায় এফডিসির মূল ফটকের উল্টো পাশে জড়ো হতে।
সেই আহ্বানে সাড়া দিয়েছেন অনেক তারকাই। তাঁদের মধ্যে ছিলেন আলমগীর, অঞ্জনা, সারা যাকের, আলীরাজ, রিয়াজ, রোকেয়া প্রাচী, ইরেশ যাকের, দিনাত জাহান মুন্নী, দেলোয়ার জাহান ঝন্টু, মুশফিকুর রহমান গুলজার, চয়নিকা চৌধুরী, বদিউল আলম খোকন, শাহীন সুমন, মুস্তাফিজুর রহমান মানিক, এস এ হক অলিক প্রমুখ। সবাই নুসরাত জাহান রাফির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
« চুয়াডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১ (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) সারাদেশে বর্ণিল রঙে উদযাপিত হচ্ছে বাংলা বর্ষবরণ »