নুসরাত জাহান রাফি স্মৃতি ফাউন্ডেশনের আত্মপ্রকাশ
নুসরাত জাহান রাফির পরিবারের সদস্যদের উদ্যোগে নুসরাত জাহান রাফি স্মৃতি ফাউন্ডেশনের আত্মপ্রকাশ হয়েছে।
আজ রবিবার বিকেলে কালের কণ্ঠ’র সোনাগাজী প্রতিনিধি শেখ আবদুল হান্নানের সঞ্চালনায় ও শিক্ষানুরাগী কামরুল হোসেন টিপুর সভাপতিত্বে নুসরাত জাহান রাফি স্মৃতি ফাউন্ডেশন আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যত পরিকল্পনা বিষয়ে বক্তব্য রাখেন নুসরাত জাহান রাফির পিতা এ কে এম মুছা মিয়া, মাহতাবুর রশীদ, মোস্তাক আহমেদ সেলিম ও হাজী রফিকুল ইসলাম।
রাফির পিতা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমার কন্যা হত্যার রহস্য উদঘাটনে মাননীয় প্রধানমন্ত্রী ও গণমাধ্যমের নেতৃবৃন্দ যে আন্তরিক ভূমিকা রেখেছেন আমি ও আমার পরিবারের সদস্যরা আজীবন কৃতজ্ঞ থাকবো। ভবিষ্যতে এই রাফি ফাউন্ডেশন অসহায় ও নির্যাতিত নারীদের পাশে দাঁড়াতে সচেষ্ট থাকবে।
কালের কণ্ঠ
« শোক নয়, বিচার ও শাস্তির দৃষ্টান্তমূলক নজির চাই (পূর্বের সংবাদ)