বৈরী আবহাওয়ায় মিরসরাইয়ে হেলিকপ্টারের জরুরি অবতরণ
বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার মিরসরাইয়ে জরুরি অবতরণ করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গোভানীয়া গ্রামের কৃষিজমিতে এ অবতরণের ঘটনা ঘটে। এতে দুজন পাইলট ও তিনজন ক্রু ছিলেন।
এ ঘটনার পর পর মিরসরাই থানা পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন ঘটনাস্থলে যায়। পরে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে হেলিকপ্টারটি চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়ন করে। হেলিকপ্টারটি হঠাৎ ধানক্ষেতে অবতরণ করায় মুহূর্তের মধ্যে উৎসুক জনতা ভিড় জমায়।
মিরসরাই থানার ওসি সাইরুল ইসলাম জানান, বিমান বাহিনীর হেলিকপ্টারটি পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর জন্য খাদ্য সরবরাহ করে চট্টগ্রাম বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিল। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণে এটি মিরসরাইয়ে জরুরি অবতরণ করে।
« ভালো ঘুমের জন্য মধ্যযুগের সাতটি উপায় (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্ত্রীর দেয়া তথ্যে মিলল নিখোঁজ রথীশ চন্দ্রের মৃতদেহ »