৩ ম্যাচের জন্য বহিস্কার নেইমার।
স্পোর্টস ডেস্কঃ দুদিন হল মাঠে ফিরেছেন। এরমধ্যেই নেইমারের জন্য দুঃসংবাদ। চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন পিএসজি সুপারস্টার। শুক্রবার তার শাস্তি ঘোষণা করে ইউরোপিয়ান ফুটবল সংস্থা- উয়েফা।
ইনজুরির কারণে নেইমার তখন রিও কার্নিভালে। চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের জন্য তাকে ডেকে পাঠিয়েছিলেন পিএসজি কর্মকর্তারা। প্যারিসের নিজেদের মাঠে বসে দলের হার একদমই মেনে নিতে পারেননি নেইমার। শেষমুহূর্তের গোলে হারে পিএসজি।
ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পুরো রাগটা গিয়ে পড়ে রেফারি ও ভিএআরের উপর। মিডিয়া তখন খবর দেয়, ম্যাচ শেষ হতেই নেইমার চলে গিয়েছিলেন টানেলে, ম্যাচ অফিসিয়ালদের অফিসের দিকে। রেফারি দারিও স্কোমিনার উদ্দেশে চিৎকার করতে করতে যাওয়ার সময় পিএসজির কর্মকর্তারাই তাকে আটকে রাখেন।
সামনাসামনি রেফারিকে কিছু বলতে না পেরে ইনস্টাগ্রামে নেইমার মন্তব্য করেন, ‘এটা কলঙ্ক। চারজন ফুটবল না জানা লোককে ভিএআর-এর রিপ্লে দেখতে বসানো হয়েছে। এটা মোটেই পেনাল্টি নয়।