প্রাণের ৭১

কিশোরগঞ্জে কারাবন্দি বাবাকে দেখে ফেরার পথে যুবক খুন

কিশোরগঞ্জ জেলহাজতে বন্দি বাবাকে দেখে ফেরার পথে কটিয়াদীতে মো. এরশাদ মিয়া (৩০) নামে এক যুবক প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন।

শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার চান্দপুর ইউনিয়নের ভদ্রাসন গ্রামের কাজীপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

এরশাদ মিয়া উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগেরগ্রাম গ্রামের নিজাম উদ্দিনের পুত্র।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার সকালে কিশোরগঞ্জ কারাগারে বন্দি নিজাম উদ্দিনকে দেখতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের ভদ্রাসন গ্রামের কাজীপাড়া নামক স্থানে পৌঁছালে কিছু লোক তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে এরশাদ মারা গেছেন মনে করে তাকে ফেলে রেখে চলে যায়।

পরে পথচারীরা এরশাদকে আহত অবস্থায় দেখতে পেয়ে চিকিৎসার জন্য ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কটিয়াদী উপজেলার গচিহাটা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. শফিকুল ইসলাম যুগান্তরকে জানান, নাগেরগ্রাম গ্রামের নিহত এরশাদ মিয়ার সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছিল। শুক্রবার তিনি কিশোরগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষরা হামলা চালায়।

এ ঘটনাকে কেন্দ্র করে যেন আর কোনো ঘটনা না ঘটে সে জন্য নাগেরগ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে পুলিশের ওই কর্মকর্তা জানান।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*