ধর্ষকদের আশ্রয়-প্রশ্রয়ে আছে রাজনৈতিক দল ও প্রশাসন: ইনু
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, দেশে ধর্ষক ও নারী নির্যাতনকারীদের পেছনে রাজনৈতিক দল ও প্রশাসনের একটি অংশের আশ্রয়-প্রশ্রয় আছে।
মঙ্গলবার (১৪ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে নারী-শিশু নির্যাতন ও ধর্ষণ-হত্যার প্রতিবাদে জাসদের আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন ।
ইনু বলেন, রাষ্ট্র যদি চায় তাহলে দেশ থেকে ধর্ষণ ও নারী নির্যাতন সহজেই বন্ধ করা যাবে। সরকার যেভাবে জঙ্গিদের বিরুদ্ধে শূন্য সহিঞ্চুতা নীতি গ্রহণ করেছে সেভাবে নারী নির্যাতনকারীদের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে একই নীতি গ্রহণ করা উচিত বলে মনে করেন তিনি।
সাবেক এই মন্ত্রী বলেন, যারা জড়িত হচ্ছে; ক্ষেত্রবিশেষে প্রশাসনের একটি অংশ, রাজনৈতিক কর্তৃপক্ষের একটি অংশ তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে।
তিনি বলেন, নারী ধর্ষক ও নারী নির্যাতনকারীদের আশ্রয় প্রশ্রয়দাতা, পৃষ্ঠপোষক, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দরকার।