প্রাণের ৭১

চট্টগ্রামের মিরসরাইয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক।

চট্টগ্রামের  মিরসরাইয়ের হিঙ্গুলীতে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় এক গৃৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ জুন) রাত সাড়ে ১০টায় উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজম নগরের আব্দুল পন্ডিত প্রকাশ কায়নীর বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধুর নাম হোসনে আরা আক্তার লিপি (২৫)।

সে ওই বাড়ীর নুর মোহাম্মদের ছেলে কামাল উদ্দিনের স্ত্রী এবং একই ইউনিয়নের মেহেদী নগর গ্রামের শেখ আলম সওদাগর বাড়ীর বাঁশ ব্যবসায়ী শেখ আলমের কন্যা।

ঘটনার পর থেকে ওই গৃহবধুর শুশুর শাশুড়ী সহ পরিবারের সদস্যরা উধাও হয়ে যাওয়ায় এটি হত্যা নাকি আত্মহত্যা সে ব্যাপারে সন্দেহের সৃষ্টি হয়েছে।

নিহত গৃহবধুর চাচা মফিজুর রহমান জানান, পাশ্ববর্তী গ্রামের কামালউদ্দিনের সাথে ৪বছর পূর্বে ভাতিজি লিপির বিয়ে হয়। বিয়ের পর থেকে লিপির উপর বিভিন্ন কারনে নির্যাতন করতো স্বামী শুশুর শাশুড়ী এবং তালাক দেওয়ার হুমকি দিত। শেষ পর্যন্ত মেয়েটিকে তারা মেরেই ফেললো। ৪ মাস বয়সি ১টি কন্যা সন্তান রয়েছে নিহত লিপির।

এলাকার ইউপি সদস্য দিল মোহাম্মদ জানান, ‘নিহত লিপির স্বামী আত্মহত্যার বিষয়টি আমাকে মুঠোফোনে জানিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি গৃহবধু লিপি গলায় ফাঁস দিয়ে ঘরের তীরের সাথে ঝুলছে। ফাঁস দেয়ার বিষয়ে তিনি বলেন, ‘যতটুকু জেনেছি পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটতে পারে।’

এবিষয়ে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক আবেদ আলী জানান, খবর পেয়ে রাত ১১টার সময় ঘটনাস্থলে গিয়ে গৃহবধুর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। সুরতহাল করে নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে ঘটনার পর থেকে নিহতের পরিবারের সবাই গা ডাকা দিয়েছে। নিহতের পরিবার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*